আব্দুল্লাহ আবু এহসান , মধুপুর (টাঙ্গাইল): ইয়াবাসহ আটক ধনবাড়ী মুশদ্দি ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি মো. হিটলারকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
রোববার ধনবাড়ী উপজেলা আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাস তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ আদালতের কাছে হিটলারের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল।
এই ছাত্রলীগ নেতাকে ১৩ অক্টোবর সকালে মুশুদ্দি পূর্বপাড়া থেকে ১ হাজার ৭০৫টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ।
পুলিশ জানায়, হিটলার অনেক দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আটকের পর আদালতের মাধ্যমে তাকে জেলে পাঠায় পুলিশ।