হাকিম বাবুল, শেরপুর: শেরপুরে ঝিনাইগাতী উপজেলার ভারত সীমান্তবর্তী বড় গজনী এলাকায় রোববার ভোর থেকে বিকেলে ৩টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে দুটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি, চারটিটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব-১৪। এ সময় তিনজনকে আটক করা হয়। তারা হলেন বড়গজনী গ্রামের মজুনাথ সাংমার ছেলে পিতর মারাক (২৫), মতেন্দ্র সাংমার ছেলে বিপ্লব সাংমা (২৫) ও গাব্রিরেল মারাকের ছেলে বেটিশ বেলি সাংমা (২৩)।
র্যাব জামালপুর ক্যাম্পের লিগ্যাল অ্যান্ড মিডিয়া অফিসার সিনিয়র এএসপি শামীম আরা বেগম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ কমান্ডার লে. কর্নেল শরীফুল ইসলাম ও মেজর জাহাঙ্গীরের নেতৃত্বে একটি দল রোববার ভোর থেকে বড় গজনী টিলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাশকতার উদ্দেশ্যে আনা অস্ত্র-সস্ত্রসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।