অলিউল হক ডলার ,নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের মাঝে বুধবার ১লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের তার কার্যালয়ে সজনহারা ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের কাছে চেক হস্তান্তর করেন।
নিহত জাকির হোসেন,হযরত আলী ও রিপন আলীর প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে ২০ হাজার টাকার চেক প্রদান করেন।
গত ২৯ সেপ্টেম্বর নাচোল-রহনপুর রোডে খড়িবোনা নামক স্থানে ট্রাক দুর্ঘটনায় ৩জন ঘটনাস্থলে মারা যান এবং আরো ৩জন গুরুতর আহত হন।
উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের নিহত ,আহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানান। যে অর্থ প্রদান করা হয়েছে তা সঠিকভাবে ব্যবহার করার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, ট্রাক মালিকের কাছ থেকে ৫লক্ষ ৭০হাজার টাকা আদায়ের ব্যবস্থা করা হয়েছে যা ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিতরন করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নঈম মুন্নি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার অসীম কুমার, কসবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানসহ পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা।