আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা: সাতক্ষীরার তালার মহাল্লায় বুধবার দুপুরে বাড়ির ছাদে মোটরের লাইন দিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষক মারা গেছেন। নিহত রবিউল ইসলাম স্থানীয় খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
তিনি তালার সাতপাকিয়া গ্রামের আয়েজুদ্দিন আহমেদের ছেলে।
রবিউল ইসলামের ভাই আসাদুল হক বলেন, স্কুল থেকে ফিরে বাড়িতে চলমান ঢালাই কাজ শেষে মোটর লাইন থেকে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারান তার ভাই। পরিবারের সদস্যরা তাকে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি শিক্ষকতা ও সমাজসেবার কারণে এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।