কাউখালীর সন্ধ্যা নদী থেকে ছয় হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): কাউখালীর সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের ছয় হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

kawkhali-current-net-seizedআজ শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার নেতৃত্বে কাউখালীর সন্ধ্যা নদীর আমরাজুড়ী ও সোনাকুর এলাকার পাঁচ কিলোমিটার জুড়ে এ অভিযান চলে।

অভিযানের সময় উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর ও উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ চত্ত্বরে এনে জব্দ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

Save

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.