প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে মোল্লাহাটে এক কিশোরীকে ধর্ষণের ভিডিও ধারণ করে করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে ধর্ষক।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার মোল্লাহাট থানায় মামলা দায়ের করেছে।
ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার কিশোরীকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার বড়ঘাট কুলিয়া গ্রামের জরিম সরদারের ছেলে সবুজ সরদার (২২) ওই কিশোরীকে কৌশলে ধর্ষণ করে। সবুজ ধর্ষণের দৃশ্য ভিডিওতে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। বিষয়টি জানাজানি হওয়ার পর তা কিশোরীর পরিবারের নজরে আসলে তারা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই রবিউল জানান, অপরাধীকে আটকের জন্য জোর চেষ্টা চলছে।