মো. মাহবুবুল আলম মিন্টু, রায়পুর (লক্ষ্মীপুর): বখাটেপনার প্রতিবাদ করায় লক্ষ্মীপুরের রায়পুরে কলেজ প্রভাষক দুলাল কীর্ত্তনীয়াকে (৫০) হত্যার হুমকি দিয়েছে অনুরূপ অধিকারি গণেশ (৩২)। শুক্রবার দুপুরে এ ঘটনায় নিরাপত্তা চেয়ে ওই প্রভাষক রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের উত্তর গাইয়ারচর এলাকার দ্রুব অধিকারীর ছেলে অনুরূপ অধিকারী গণেশ দীর্ঘদিন ধরে এলাকায় ইভটিজিং, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, অত্যাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। হিন্দু সম্প্রদায়ের নেতা হিসেবে পূর্ব গাইয়ার চর গ্রামের মৃত জ্ঞানেন্দ্র কীর্ত্তনীয়ার ছেলে কলেজ প্রভাষক দুলাল কীর্ত্তনীয়া এ নিয়ে প্রতিবাদ করায় বখাটে গণেশ উত্তেজিত হয়ে উঠে। একাধিকবার শিক্ষকের ওপরে হামলার চেষ্টাও চালায়। বৃহস্পতিবার গভীর রাতে শিক্ষকের মোবাইলে গণেশ তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ফোন করে এক মাসের মধ্যে শিক্ষক ও তার পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দেয়। এতে ওই শিক্ষকসহ পুরো পরিবার আতঙ্কে রয়েছে।
রায়পুর থানার ডিউটি অফিসার মো. হারুনুর রশিদ জানান, হত্যার হুমকির অভিযোগে প্রভাষক দুলাল কীর্ত্তনীয়া বখাটে অনুরূপ অধিকারি গণেশের বিরুদ্ধে থানায় জিডি (জিডি নং-৬৭০, তাং-২১/১০/২০১৬) করেছেন। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।