রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে শুরু হয়েছে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। শনিবার সকালে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের ট্যাবলেট খাইয়ে সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ছিদ্দিকুর রহমান প্রমুখ। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ চলবে ২৭ অক্টোবর পর্যন্ত।