রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞার ১২দিন পর রবিবার থেকে জেলেদের মধ্যে বিশেষ ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের ১৩০ জেলে পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হয়।
এ দিকে সরকারের নিষেধাজ্ঞা মানতে শতভাগ রাজি হয়ে অত্যন্ত খুশি হয়েছেন পিরোজপুরের কাউখালীর জেলেরা। কেননা গত বছর ইলিশ মাছ ধরা বন্ধ থাকার ফল এ বছর ভোগ করছেন জেলে ও ভোক্তারা। এক থেকে দেড় হাজার টাকার ইলিশ পাওয়া গেছে প্রতি কেজি মাত্র ৩-৪ শত টাকা দরে। ওই সময় সরকারের নির্দেশনা মেনে নদীতে না যাওয়াটা বড়ই সৌভাগ্য বলে মনে করছেন জেলেপল্লীর বাসিন্দাগণ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়নের এক হাজার ৩২৫ জন তালিকাভুক্ত জেলেকে বিশেষ ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে।