ঝিনাইদহে ফার্নিচার-কসমেটিকস মেলায় জমজমাট জুয়ার আসর

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা শহরের পুরাতন জজ কোর্ট চত্তরে ফার্নিচার ও কসমেটিকস মেলার মাঠে প্রতি রাতে জমজমাট জুয়ার আসর বসছে। খেলা শেষে গভীর রাতে খালি হাতে বাড়ি ফিরছেন জুয়া খেলায় অংশ নেয়া অনেকইে। অপর দিকে বিক্রি না হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফার্নিচার ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন ।

mela-pic-jhenaidah-5
ঝিনাইদহে ফার্নিচার-কসমেটিকস মেলায় জমজমাট জুয়ার আসর বসেছে।

স্থানীয় সূত্র জানায়, দুর্গা পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় চলতি মাসে জেলা শহরের পুরাতন জজ কোর্ট চত্তরে ফার্নিচার মেলার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চুড়ি মালা, কাঠের ফার্নিচার নিয়ে হাজির হন ব্যবসায়ীরা।

দুই সপ্তাহ অতিবাহিত হলেও এখনো জমে উঠেনি মেলা। বিক্রি না হলেও রাত ১০টার পর থেকে জমজমাট জুয়ার আসরে জোয়াড়িদের ঢল নামছে। ফরগুটি, চরকা, ১/১০ খেলায় মেতে উঠছেন সব বয়সের মানুষ।
লাখ লাখ টাকার খেলা হচ্ছে সেখানে। মেলার মাঠ ঘুরে দেখা যায় জোয়ার আসরের আশপাশে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। রিকসাচালক, ছাত্র, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জুয়ার আসরে যোগ দিচ্ছেন। দামী গাড়ি চড়েও গভীর রাতে দূরদুরান্ত থেকে ছুটে আসছেন জুয়াড়িরা।
রিকসা চালক দিনভর যা আয় করেছেন তা জুয়ার খেলায় হেরে নি:স্ব হয়ে বাড়ি ফিরছেন। জুয়ার নেশায় সর্বশান্ত হচ্ছে এলাকার অনেক হতদরিদ্র মানুষও।

এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির জাহিদ হাসান লিপু জানিয়েছেন, আগামী ২৬ অক্টোবর পর্যন্ত ফার্নিচার ও কসমেটিকস মেলার অনমুতি দেয়া হয়েছে। জুয়া খেলার জন্য কোন প্রকার অনুমতি দেয়া হয়নি বলে জোর দিয়ে জানান তিনি।

এদিকে মেলার আয়োজক কমিটির অন্যতম কর্ণধার রোকনুজ্জামান রোকন বলেছেন, আরো কয়েক দিন পরে মেলা জমে উঠবে। তার দাবি জুয়ার আসরের কারণে মেলায় কোন প্রভাব পড়ছেনা। ইতিমধ্যে জুয়ার আসরে হামলার ঘটনা ঘটেছে মর্মে স্বীকার করার পরেও তার দাবি সব কিছু ঠিকঠাক মত চলছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার বলেছেন, মেলায় জুয়ার আসর বসছে কিনা জানা নেই তার। প্রকৃত ঘটনা জানার জন্য নিজে মেলার মাঠে যাবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.