প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে নয়টি ইউনিয়ন পরিষদে নয় জন সচিব সোমবার যোগদান করেছেন।
এসব ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন সচিব না থাকায় পরিষদের কাজকর্ম বিঘ্নিত হচ্ছিল। তাই জেলা প্রশাসন সচিবের নয়টি শূন্য পদে নিয়োগ দেয়।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব (ডিডিএলজি) মো. শফিকুল ইসলাম জানান, এসব পদের জন্য ৭৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
মুক্তিযোদ্ধা, সাধারণ, নারী ও প্রতিবন্ধী কোটা পূরণের মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে যোগ্যতম নয়জনকে ইউপি সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বাগেরহাটে নবাগত জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস জানান, কোনো প্রকার পক্ষপাতিত্ব ছাড়াই লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে দ্রুত নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, স্বচ্ছ নিয়োগের ফলে অন্য প্রার্থীরাও খুশি হয়েছেন।
নিয়োগপ্রাপ্ত সচিবরা হচ্ছেন রিপন কুমার পাল, শেখ জাহিদুল ইসলাম, এম এম ফিরোজ আহম্মেদ, ফাতেমা তুজ জোহরা, তুহিন মিত্র, অভিজিৎ দাস শাওন, মিতালী রায়, ঢালী মাহবুবুর রহমান ও দেবাশীষ মজুমদার।