বাগেরহাটে অস্ত্র-বোমাসহ জেএমবির ৪ সদস্য আটক, ৩ পুলিশ আহত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় জেএমবি সদস্যদের ছোড়া হাত বোমার আঘাতে তিন পুলিশ আহত হয়। মঙ্গলবার  ভোররাতের দিকে মঘিয়া ইউনিয়নের খলিসাখালি গ্রামের সাফায়েত শেখের বাগানবাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো আকাশ (১৯), হাবিবুল্লাহ (১৯), কবীরুল (২৬) ও মিজানুর রহমান (২৮)। এদের বাড়ি বাগেরহাট ও পিরোজপুর জেলায়। তাদের কাছ থেকে একটি রিভলবার, দুটি গুলি ও পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়। আহত পুলিশ সদস্যরা হলেন আজিজ, মতিন ও আজাদ। তাদের চিকিৎসা চলছে।

bagerhat-photo-25-10-16
বাগেরহাটে অস্ত্র-বোমাসহ জেএমবির ৪ সদস্য আটক।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় প্রতিবেদককে জানান, খলিসাখালি গ্রামের সাফায়েত শেখের বাগানবাড়িতে ১২/১৩ জন জেএমবি সদস্য নাশকতার পরিকল্পনা করছে, এমন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবি সদস্যরা কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। তখন পুলিশও আত্মরক্ষার্থে সাত-আট রাউন্ড গুলি চালায়। একপর্যায়ে জেএমবি সদস্যরা পিছু হটে যাওয়ার সময় চারজনকে আটক করা হয়। এ সময় একটি রিভলবার, দুটি গুলি ও পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়। বাকিদের আটক করার চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.