অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সহকারী কমিশনার (ভূমি) সরকার অসীম কুমারের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছে পরিবেশ রক্ষা কমিটির নামে একটি সংগঠন।
মানববন্ধনে স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। নাচোল বাসস্ট্যান্ড মোড়ে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ আল মাসুদ, পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আব্দুস সাত্তার, আদিবাসী নেতা হিংগু মুর্মু, রঞ্জনারানী ফুন্সি, জেলা আদিবাসী মুক্তি মোর্চার সভাপতি বিশ্বনাথ মাহাতো, এশিয়ান স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক শাকিল রেজা, উপজেলা স্কুলের সহকারী শিক্ষক মজিদুল হকসহ অন্যরা।
বক্তারা বলেন, এক বছরের মধ্যে অসীম কুমার নাচোল ভূমি অফিসকে দালালমুক্ত ও ডিজিটাল ভূমি অফিসে রূপান্তর করেছেন। তারা বলেন, অসীম কুমার একজন সৎ ও আদর্শবান ব্যক্তি, তার নেতৃত্বে পরিচালিত ১৯৫টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকারের ব্যাপক রাজস্ব আয় হয়েছে।
তার বদলির আদেশ প্রত্যাহারের জন্য বিভাগীয় কমিশনারের প্রতি আহ্বান জানানো হয়।