রতন সিং, দিনাজপুর: দিনাজপুর জেলায় এ বছর ৯৭ হাজার ৫২ জন প্রান্তিক নারী ৪৬ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা সরকারি ভাতা পাচ্ছেন।
দিনাজপুর সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্টিফেন মুর্মু জানান, এ বছর জেলার ৯৭ হাজার ৫২ জন বয়স্ক, বিধবা ও স্বামী-নিগৃহীত নারীর প্রত্যেককে মাসে ৪০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্ট পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের প্রেরিত তালিকা অনুযায়ী প্রকৃত প্রান্তিক নারীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভাতাপ্রাপ্তদের মধ্যে বয়স্ক রয়েছেন ৬৬ হাজার ৪১ জন। বিধবা ও স্বামী-নিগৃহীত রয়েছেন ৩১ হাজার ১১ জন।
প্রতি মাসে বয়স্কদের ২ কোটি ৬৪ লাখ ১৬ হাজার ৪০০ টাকা এবং অন্য নারীদের ১ কোটি ২৪ লাখ ৪ হাজার ৪০০ টাকা ভাতা প্রদান করা হয়। এ হিসেবে বছরে সর্বমোট ভাতার পরিমাণ দাঁড়ায় ৪৬ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা। এ টাকা প্রতি মাসে রাষ্ট্রায়ত্ব সোনালী, অগ্রণী, রূপালী ও কৃষি ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট উপকারভোগীর হিসাব নম্বরে পাঠিয়ে দেওয়া হয়।