আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বুধবার জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর’ ২০১৬ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে ভাইঘাট উচ্চ বিদ্যালয়ে স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন স্তরের লোকজনের সমন্বয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভার মাধ্যমে কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা রিনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ। সভায় স্যানিটেশনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামছুন্নাহর স্বপ্না, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ তোফাজ্জল হোসেন, ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি স. ম. জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান খান ও বর্তমান চেয়ারম্যান মোঃ আকবর হোসেন প্রমুখ।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি ভাইঘাট উপ-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।