অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বুধবার সকালে পৌরসভা মিলনায়তনে কমিউনিটি মোবিলাইজেশন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিট (আরএমএসইউ), এলজিইডি বগুড়া ও নাচোল পৌরসভা নগর সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় পৌর মেয়র আব্দুর রশিদ খাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগ এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলী আহম্মেদ, বিশেষ অতিথি ছিলেন মিউনিসিপ্যাল সাপোর্ট এলজিইডি সদর দপ্তরের হিসাব রক্ষণ কর্মকর্তা মাহবুবুর রহমান, রিজিওনাল মিউনিসিপ্যাল সাপোর্ট ইউনিট রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কমিউনিটি মোবিলাইজেশন) মতিয়ার রহমান, সহকারী পরিচালক (আরবান প্ল্যানিং) সাদি মোহাম্মদ হারুন, নাচোল পৌরসভার সচিব মোবারক হোসেন, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক।
এছাড়াও অনুষ্ঠানে পৌর কাউন্সিলর, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে পৌরসভার উন্নয়ন কর্মপরিকল্পনা বিষয়ে তাদের মতামত পেশ করেন।