হাকিম বাবুল, শেরপুর: শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় দশ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির ২ হাজার ৮০৫ কেজি চালসহ একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ট্রাকে করে ৩৩ বস্তায় ভরে নেওয়ার সময় উপজেলার স্থানীয় বালুঘাটা এলাকা থেকে পুলিশ এসব চাল জব্দ করে। এসময় ট্রাক চালক ওয়াহাব আলীকে আটক করা হয়। এ ঘটনায় আটক ট্রাকচালক ছাড়া আরও চার জনকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফসিহুর রহমান জানান, দশ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২ টার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা এলাকার সড়কে পুলিশ অবস্থান নেয়। এসময় একটি ট্রাক থেকে ৩৩ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে সেগুলো পরিমাপ করে ২ হাজার ৮০৫ কেজি চাল পাওয়া যায়।
ওসি জানান, এ ঘটনায় ট্রাক চালক ওয়াহাব আলীকে আটক করা হয়েছে। তাকেসহ ঘটনার সাথে জড়িত আরও চারজনকে আসামি করে একটি মামলা রেকর্ড করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।