স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী থানা পুলিশ অভিযান চালিয়ে ঈশ্বরদী বাজার হতে ১৪ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে। থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদারের নেতৃত্বে এস আই শেখ মোবারক পারভেজ ও ইমতিয়াজ আলমসহ একদল পুলিশ বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাছ ও মুরগী বাজারের পাশে শেখ রাসেল স্মৃতি সংঘ ও ক্লাব নামের একটি অফিসে ঝটিকা অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ১৪ জনকে আটক করে।
আটককৃতরা হলো সুমন, হিরো, হারুণ, আনোয়ার, আবুল বাশার, জনি, মানিক শেখ, জাহিদ হাসান, আমিরুল, বিপ্লব, আবু তাহের, কুদ্দুস, গোলাম হোসেন ও তামদু।
শুক্রবার সকালে ওসি হাই তালুকদার জানান, এসব জুয়াড়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন।