রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। শুক্রবার সকাল ৯টা ৫০মিনিটের দিকে সদরের দক্ষিণ বাজারের বড় মসজিদ সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে বড় মসজিদ সংলগ্ন সিহাব ও সিয়াম ক্রোকারিজ নামের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ছয়টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে কাউখালী, ভান্ডারিয়া ও ঝালকাঠীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মী, ব্যবসায়ী ও বাজারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।
দোকানগুলো কাঠের ও টিনশেডের হওয়ায় আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে শফিকের দোকানের প্রায় ২০/২৫ লাখ টাকার মাল পুড়ে গেছে এবং পাশের দোকানগুলোর প্রায় ত্রিশ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানান।
কাউখালী দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম খান মওদুদ জানান, শফিকুর রহমানের ক্রোকারিজের প্লাস্টিকের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
দমকল বাহিনীর কাউখালী স্টেশন অফিসার মো: আবুবকর সিদ্দিক বলেন, ৬টি দোকান সম্পূর্ণ ও একটি দোকান আশিংক পুড়ে গেছে, এতে প্রায় ৪৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।