কাউখালীতে স্থগিত কেন্দ্রে ভোট চলছে

রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালী উপজেলার দুটি ইউনিয়নের স্থগিত তিনটি কেন্দ্র ও একটি ইউনিয়নের সদস্য পদে উপ-নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

kawkhali-up-1-1

ইতিমধ্যেই নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। রবিবার দুপুরে ৪টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, সিল, স্টিকার, বাক্স, কালিসহ প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল থেকে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । আজ নির্বাচনী এলাকায় পৌঁেছছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বাকি সদস্যরা। এছাড়া নির্বাচনী এলাকায় সকল প্রকার যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে  প্রশাসন।

কাউখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইউসুফ হারুন বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণে প্রশাসনের পক্ষ  থেকে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে। প্রত্যেকটি ভোটকেন্দ্রে একজন করে নিবার্হী ম্যাজিস্ট্রেট নিয়োগ  দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামও পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার লাবনী চাকমা জানান, ভোট গ্রহণ কর্মকর্তারা পুলিশ প্রহরায় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচন সামগ্রী নিয়ে গেছেন। প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে।  এছাড়া প্রতিটি  ভোটকেন্দ্রে ২০ জন করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে। ভোটকেন্দ্রে ৬জন সশস্ত্র পুলিশ, ৪ জন সশস্ত্র আনসার, ১৩ জন সাধারণ আনসার থাকবে। পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব, এপিবিএন স্টাইকিং  ফোর্স নির্বাচনী এলাকায় টহলে থাকবে।

নির্বাচনে সয়না রঘুনাথপুর ইউনিয়নে ১নং ওর্য়াড হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেভ ভোট দেবে এক হাজার তিন’শ ২৭জন  ভোটার। ২নং ওয়ার্ড বেতকা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবে পশ্চিম বেতকা গ্রামের ১৪৪৮ জন ভোটার এবং চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বেকুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন ১২০৭ জন ভোটার।

এর আগে ২২মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সহিংসতায় কারণে সয়না রঘুনাথপুর ইউনিয়নে ১নং ওর্য়াড হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, ২নং ওয়ার্ড বেতকা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বেকুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন বন্ধ রাখা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.