জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে রাসেল নামের এক বখাটেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাসেল গয়েশপুর গ্রামের তোবারেক মোল্লার ছেলে।
রবিববার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গণি এ রায় প্রদাণ করেন।
আদালত সুত্রে জানা যায়, বেশ কয়েক মাস যাবৎ সদর উপজেলার গয়েশপুর গ্রামের এক স্কুলছাত্রীকে উত্যক্ত করে আসছিল একই গ্রামের বিবাহিত বখাটে রাসেল। খবর পেয়ে রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে রাসেলকে হাতে নাতে আটক করে।
পরে আদালত বসিয়ে দণ্ডবিধির ৫০৯ ধারায় রাসেলকে সাজা প্রদান করেন বিচারক। এ সময় ঝিনাইদহ সদর থানার এ এস আই এজাজুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।