হাকিম বাবুল, শেরপুর: পাহাড়ি জনপদে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসন ও বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল সংরক্ষণের দাবিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ মানবধিকার কমিশন ঝিনাইগাতী উপজেলা শাখার আয়োজনে রবিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।

এসময় কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা, আঞ্জুমুন আলম লিপি, অ্যাডভোকেট শক্তিপদ পাল, শামীম হোসাইন, নাসরিন বেগম ফাতেমা, রবেতা ¤্রং, হারুন অর রশীদ দুদু প্রমুখ।
এছাড়াও উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রূপালী, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. শাহজাহান সাজু, আইয়ুব আলী বিদ্যুৎ, নুরে আলম সিদ্দিকসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এতে নেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
গত দুই মাসে ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার সীমান্ত জনপদে বন্যহাতির আক্রমণে ১০ ব্যক্তির প্রাণহানীর ঘটনা ঘটে এবং ৪টি বন্যহাতি মারা যায়।