রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে ইউপি নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১নং বেলাইচন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের স্থগিত নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে কৈকুল্কি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ২৪ জন বহিরাগতকে গ্রেফতার করা হয়েছে।
জেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, ২৪ জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। জাল ভোট দেওয়ার অভিযোগে উক্ত কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শহিদুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে নির্বাচনী বিধি অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
তবে বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ও বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। জেলার ২টি ইউনিয়ন ও ১টি ওয়ার্ডের নির্বাচনে শতকরা ৮০ ভাগ ভোটার ভোট প্রয়োগ করেছেন।