কাউখালী ইউপি নির্বাচনে আ.লীগ ও জেপির ১টি করে চেয়াম্যান পদে জয়লাভ

রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালী উপজেলার তিন ইউনিয়নের তিনটি স্থগিত ভোটকেন্দ্রের নির্বাচনে ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নে জাতীয়পার্টি (জেপি) মনোনীত বাই-সাইকেল প্রতীকের প্রার্থী আবু সাইদ মিঞা মনু ৪২৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের কাজী রফিকুল ইসলাম পেয়েছেন ৯১২ ভোট।

অপর দিকে ৪ নং চিরাপাড়া-পার-সাতুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মাহামুদ খান খোকন ২০৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জাতীয়পার্টি (জেপি) মনোনীত বাই-সাইকেল প্রতীকের প্রার্থী বজলুর রহমান নান্নু পেয়েছেন ১৮৪২ ভোট। এছাড়া একটি ইউনিয়নে সদস্যপদে নির্বাচন হয়েছে। সকল কেন্দ্রে ভোটগ্রহণ অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.