আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া উচ্চ বিদ্যালয়ে এনসিসি ব্যাংক লিঃ মধুপুর শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্কুল ক্যাম্পাসে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্কুল ব্যাংকিং বিষয়ে বক্তব্য রাখেন এনসিসি ব্যাংক লিঃ মধুপুর শাখার ব্যবস্থাপক এ.কে.এম. বদরুল হাসান, এক্সিকিউটিব অফিসার কবীর আহামেদ হীরা, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, ব্যাংক কর্মকর্তা মাসুদ পারভেজ, শিক্ষক আরিফুর রহমান বাবুল প্রমুখ।
পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্কুল ব্যাংকিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। সেই সাথে শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব সৃষ্টির লক্ষ্যে হিসাব খোলা কার্যক্রম পরিচালনা করা হয়।