জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপার ফুলহরি ইউনিয়নের কাজিপাড়া জোড়া ব্রীজের নিকটে পানি উন্নয়ন বোর্ডের সেকেন্ডারি সেচ খাল ভেঙ্গে বহু আবাদী জমি প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় খালের দক্ষিণ পাশের বাধ ভেঙ্গে গেলে গ্রামে পানি ঢুকে বহু আবাদী জমি ও বসতবাড়ি প্লাবিত হয়।
গ্রামবাসী জানিয়েছেন, খালের পানি ঢুকে শীতকালীন সবজিসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষের বাড়িতে পানি ঢুকে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে।
ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আশরাফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমি ওই এলাকার দায়িত্বে নেই। তবে গেটম্যান আবাইপুর গ্রামের সিরাজুর ইসলামকে গেট খুলে পানি কমানোর পরামর্শ দিয়েছি।