রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরে চাল বিতরণের তালিকা থেকে বাদ পড়লেন ৬০১ জন স্বচ্ছল ব্যক্তি।
দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের চালের তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন ৬০১ জন স্বচ্ছল ব্যক্তি। অভিযোগের প্রেক্ষিতে যাচাই-বাছাইয়ের পর তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া হয়।
উপজেলা খাদ্য কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ৬টি ইউনিয়নের তালিকা প্রস্তুত কমিটি ৬০১ জন স্বচ্ছল ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করেন। স্বজনপ্রীতির মাধ্যমে তাদের নাম তালিকায় রাখা হয়েছিল বলে তিনি জানান। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে সত্যতা পাওয়ায় ৬০১ জন স্বচ্ছল ব্যক্তির নাম বাদ দিয়ে হতদরিদ্রদের নাম তালিকাভুক্ত করা হয়েছে।