রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): জাতীয় স্বেচ্ছায় রক্তদাতা দিবসে পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং কাউখালী ব্লাড ব্যাংকের রক্তদাতাদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে কাউখালী ব্লাড ব্যাংকের উদ্যোগে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ।
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, ব্লাড ব্যাংকের সমন্বয়ক শারিফুল আজম সোহেল, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
পরে কাউখালী ব্লাড ব্যাংকে রক্তদাতাদের সংবর্ধনা দেয়া হয়।