বাগেরহাট প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির, প্রতিমা ও সংখ্যালঘু বাড়ি-ঘরে হামলা, ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন পালিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের ব্যানারে মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল শেষে শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন, বাগেরহাট হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সুপ্রভাত হালদার, সাধারণ সম্পাদক দিলীপ বালা, মিঠুন চক্রবর্তী, তন্দ্রা রায়, পপি কুন্ডু, জিৎ সাহা, গৌতম রায়, মিঠুন ঢালী, প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি বাবুল সরদার প্রমুখ।
বক্তারা রামু স্টাইলে পরিকল্পিত ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে নাসিরনগরে মন্দির, প্রতিমা ও হিন্দু বাড়ি-ঘরে বেপরোয়া নারকীয় তা-বের তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে অপরাধীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে মৌলবাদের স্থান নাই-হামলাকারীদের ফাঁসি চাই।