রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীর চিরাপাড়া ফরাজি বাড়ি এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে শিক্ষিকা মিলুফা মাহমুদ (২৮) নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কাউখালী-ভিটাবাড়িয়া সড়কের এ দুর্ঘটনা ঘটে।
মিলুফা মাহমুদ উপজেলার ফলইবুনিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আহসান কবির ডাকুয়ার স্ত্রী ও ৩৯ নং জোলাগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিনি প্রবল বর্ষণের মধ্যে শিয়ালকাঠী থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে কাউখালী সদরে রিসোর্স সেন্টারে শিক্ষক প্রশিক্ষণে যাচ্ছিলেন। পথে চিরাপাড়ার ইউনিয়নের ফরাজি বাড়ি এলাকায় তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান।
এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমান জানান, শিক্ষিকা মিলুফা মাহমুদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে আসার আগেই মারা গেছেন।