রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে মুক্তিযোদ্ধার বাড়ি-ঘর ভাংচুর ও মালামাল লুটতরাজের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বিধবা স্ত্রী রওশন আরা।
শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সন্তান কল্যাণ সমিতির এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা মরহুম মোতাহার হোসেনের স্ত্রী রওশন আরা অভিযোগ করেন, আমার কোন পুত্র সন্তান না থাকার সুযোগ নিয়ে মাথাগোজাঁর আশ্রয়স্থলটুকুও কেড়ে নিতে চায় ভূমিদস্যু নুরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা সন্তান কল্যাণ সমিতির সভাপতি মোঃ রাজিব উল ইসলাম। লিখিত বক্তব্যে বলা হয়, ২ নভেম্বর দিনাজপুর শহরের পাহাড়পুরে বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা ও কৃতি ফুটবল খেলোয়াড় মরহুম মোতাহার হোসেনের বাড়ির একাংশের দেয়াল ভেঙ্গে দিয়েছে ভূমিদস্যু নুরুল ইসলামের পোষ্য সন্ত্রাসীরা। ওই জায়গা নিয়ে এ বছরের ২২ ফেব্রুয়ারি পৌরসভায় অভিযোগ করার পর ২২ মার্চ মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সালিশের আপোষ নামায় শর্তসাপেক্ষে বিষয়টি মিমাংসা হয়। এরপরেও স্বাধীনতা যুদ্ধের বিপক্ষ শক্তি জামায়াত-শিবিরের নেতা ভূমিদস্যু নুরুল ইসলাম তার পোষ্য সন্ত্রাসী লোকজন দিয়ে মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা করেছে। এই হামলায় বাড়ির সামনের অংশ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে এবং লুটপাট করা হয়েছে মালামাল।
এ বছরের ১৮ এপ্রিল নুরুল ইসলাম হামলা করায় বিধবা রওশন আরা কোতয়ালী থানায় মামলা দিতে গেলে থানা এজাহার গ্রহণ করেনি। নিরূপায় হয়ে মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী রওশন আরা আদালতে মামলা করেছেন।
অবিলম্বে ভূমিদস্যুদের গ্রেফতার করে বীরমুক্তিযোদ্ধার অসহায় পরিবারকে নিরাপত্তা বিধানের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকাবাসী মোঃ মোবারক হোসেন গিটার, মোঃ সায়মন, মিরন আহমেদ প্রমুখ।