দিনাজপুরে ৪৯৫ জন স্বচ্ছল ব্যক্তির কার্ড বাতিল

রতন সিং, দিনাজপুর: দিনাজপুরের কাহারোলে ১০ টাকা কেজি দরে চাল বিতরণের তালিকা থেকে বাদ দেওয়া হলো ৪৯৫ জন স্বচ্ছল ব্যক্তির কার্ড।

শুক্রবার সকালে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. রেজাউল মোস্তফা জানান, দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিতরণের তালিকায় স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে ৪৯৫ জন স্বচ্ছল ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়। অক্টোবর মাসে তারা যথারীতি ৩০ কেজি চাল উত্তোলন করেছেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে যাচাই-বাছাইয়ের পর ৪৯৫ জনের স্বচ্ছলতা প্রমাণ হওয়ায় তালিকা থেকে তাদের নাম কেটে দেয়া হয়।

কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে ৭১৫০টি কার্ড বরাদ্দ করা হয়। তালিকা প্রণয়নের সময় স্বচ্ছল ব্যক্তিদের নাম অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়। অভিযোগের প্রেক্ষিতে তালিকা বাছাই করে ৪৯৫ জন স্বচ্ছল ব্যক্তির কার্ড বাতিল করা হয়। এর মধ্যে ১ নম্বর ডাবোর ইউনিয়নে ১৪৭টি, ২ নম্বর রসুলপুরে ৮৪টি, ৩ নম্বর মুকুন্দপুরে ৭টি, ৪ নম্বর তাড়গাঁওয়ে ১৬২টি, ৫ নম্বর সুন্দরপুরে ৬৪টি ও ৬ নম্বর রামচন্দ্রপুরে ৩১টি কার্ড বাতিল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.