আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রতিভা বৃত্তি প্রকল্পের বৃত্তি প্রদান অনুষ্ঠান শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ধনবাড়ী, মধুপুর, ঘাটাইল ও সরিষাবাড়ী উপজেলার মোট ১৯৮ জন শিক্ষার্থীর মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।
প্রতিভা বৃত্তি প্রকল্পের পরিচালক মো. মাহমুদুল আমীন রইচের পরিচালনায় ও প্রতিভা বৃত্তি প্রকল্পের সভাপতি মো. মাহবুবুর রহমান খান খসরুর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিভা বৃত্তি প্রকল্পের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক রঞ্জিত চন্দ্র সাহা, ধনবাড়ী উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের সাবেক প্রধান শিক্ষক মীর মো: আশরাফ হোসেন, প্রতিভা বৃত্তি প্রকল্পের সচিব মো: শামসুল হক, মো. রফিকুল ইসলাম, দেওয়ান মোকলেছুর রহমান রিনজ্, শিরিন শারমিন জাহান প্রমুখ।
শেষে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন।