স্বপন কুমার কুন্ডু , পাবনা: উৎসবমুখর পরিবেশে পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির ১২৬তম বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পাবনা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে গোটা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সভাপতি স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আল নকীব চৌধুরী। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে ১২৬তম বর্ষপূর্তির উদ্বোধন করেন পাবনা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

পরে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লাইব্রেরির সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বিশেষ অতিথির বক্তব্য দেন উপাচার্য আল নকীব চৌধুরী, পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু। স্বাগত বক্তব্য দেন অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির মহাসচিব সাংবাদিক আব্দুল মতীন খান। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহাম্মদ হাবিবুল্লাহ, পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবির মজুমদার, মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আবাসিক উপদেষ্টা দবির উদ্দিন আহমেদ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের মহাব্যবস্থাপক আবদুল খালেক, স্কয়ার টয়লেট্রিজের সহকারী মহাব্যবস্থাপক (এইচআর) আবদুল হান্নান, পাবনা প্রেসক্লাবের সহসভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, অধ্যাপক রুমি খন্দকার, সাবেক সম্পাদক এ বি এম ফজলুর রহমান, উৎপল মির্জা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা মারুফা মঞ্জুরি খান সৌমি।
উল্লেখ্য, ১৮৯০ সালে পাবনার তাঁতিবন্দের জমিদার বংশের প্রতিষ্ঠাতা উপেন্দ্র নারায়ণ চৌধুরীর বংশধর অন্নদা গোবিন্দ চৌধুরী শহরের আব্দুল হামিদ রোডে ১৩ শতাংশ জমির ওপর এই লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। প্রাথমিক অবস্থায় দুই কক্ষের একটি দালানে কিছু বাংলা, সংস্কৃত আর ফরাসি কেতাব দিয়ে লাইব্রেরিটির যাত্রা শুরু হয়। পর্যায়ক্রমে লাইব্রেরিতে বইয়ের সংগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে ভবনের কলেবরও বাড়তে থাকে। প্রতিষ্ঠার পর থেকে পাবনা ও পাশের অঞ্চলের শিক্ষা ও সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে এই লাইব্রেরি।
প্রাচীন পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সংগ্রহে রয়েছে ৩০ হাজারেরও বেশি বই। ১৭৫৮ সালে প্রকাশিত ‘দ্য সেইন্টস এভারলাস্টিং রেস্ট’ বইটিই লাইব্রেরির সবচেয়ে পুরোনো সংগ্রহ। এ ছাড়া রয়েছে বাংলা সাহিত্য, ফারসি, উর্দু, আরবি, হিন্দি, বুলগেরিয়ান, নরওয়েজিয়ান, ইতালি, রুশ, তুর্কি, চায়না, ইরানি সাহিত্য ও পালি সাহিত্যের নানা বই। এর পাশাপাশি কয়েক হাজার পত্রিকা, জার্নাল, লিটল ম্যাগাজিন লাইব্রেরির সংগ্রহে রয়েছে।
দেশ বিদেশ থেকে আসা জ্ঞানপিপাসু মানুষদের কাছে আগ্রহের বিষয় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সংগ্রহে থাকা প্রায় ৩০০ বছরের পুরোনো হাতে লেখা বাংলা ও সংস্কৃত পুঁথি আর পাণ্ডুলিপিগুলো। তালপাতা আর কাগজে লেখা এসব পুঁথি ও পাণ্ডুলিপি সমৃদ্ধ করেছে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিকে।
১৯৯৭ সালে লাইব্রেরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুরোধে দেশের স্বনামধন্য শিল্পপতি স্কয়ার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী লাইব্রেরির জন্য পাঁচতলা নতুন ভবন তৈরি করে দেন।