আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): “সমবায়ের দর্শন টেকশই উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মধুপুরে উপজেলা সমবায় অফিসের আয়োজনে ৪৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার জাতীয় পতাকা ও সমবায়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের আনারস চত্বর প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, বিআরডিবি’র চেয়ারম্যান নূরুল আলম খান রাসেল প্রমুখ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ শাহাদৎ হোসেন খান।
অপরদিকে ধনবাড়ীতেও জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার স্বপ্নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বদিউল আলম মঞ্জু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, মোঃ মহর আলী, উপজেলা সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী, মোঃ ইউপি চেয়ারম্যান আরিফ বজলু, সমবায়ী মাহমুদা বেগম, লিয়াকত আলী, মজিবর রহমান প্রমূখ।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।