বাগেরহাট প্রতিনিধি: পেনশনারদের মূলবেতন বৃদ্ধিসহ সাত দফা দাবিতে বাগেরহাটের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা রবিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন।

মানববন্ধন চলাকালে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ হুমাউন কবির, সহিদুল ইসলাম, আবুল খায়ের, স্বাস্থ্য বিভাগের সরদার মুজিবর রহমান, নকিব সিরাজুল হক, শেখ আতিয়ার রহমান ও নির্মল কান্তি সোম প্রমুখ।
মানববন্ধন শেষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা বাগেরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।