বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে প্রচুর পর্নো ভিডিও ও সিডি উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় চারটি কম্পিউটার ও একটি হার্ডডিস্ক জব্দ করা হয়। অশ্লীল ভিডিও বিক্রি ও সরবরাহের অভিযোগে আদালত পাঁচ দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করে।
জেলা প্রশাসকের ফেসবুক পেইজে পাওয়া একটি অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে সদর উপজেলার চুলকাটি বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ওই বাজারে কয়েকজন অসাধু ব্যবসায়ী তাদের দোকানের কম্পিউটারে অশ্লীল ভিডিও সংরক্ষণ এবং বিক্রি করছে বলে এক ফেসবুক ব্যবহারকারী জেলা প্রশাসকের ফেসবুক পেইজে একটি বার্তা পাঠান। এরপর অভিযান পরিচালনা করা হলে ঘটনার সত্যতা পাওয়া যায়। চুলকাটি বাজারের প্রসেনজিত দেবনাথ, ওসমান গণি, মিঠুন, শোভন দেবনাথ ও সুশান্তের কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে প্রচুর অশ্লীল ভিডিও পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই এগুলো বিক্রি করে বলে স্বীকার করেন। তাদের কম্পিউটার ও হার্ডডিস্ক জব্দসহ প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।