আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): ধনবাড়ীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে মঙ্গলবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও শামীম আরা রিনির সভাপতিত্বে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাকিয়া সুলতানা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) শামছুন্নাহার স্বপ্না, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, ইউপি চেয়ারম্যান আরিফ বজলু প্রমুখ।
আলোচনা শেষে ইউএনও শামীম আরা রিনি, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন রহমান ও সহকারি কমিশনার (ভূমি) শামছুন্নাহার স্বপ্না পৃথক তিনটি ইঁদুর মেরে ধনবাড়ী উপজেলার ইঁদুর নিধন অভিযান উদ্বোধন করেন। এর আগে উপজেলা চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ ও ইউএনও শামীম আরা রিনির নেতৃত্বে এক বর্ণাঢ়্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।