দিনাজপুরে নাশকতা মামলার আসামি ১১ জামায়াত-শিবির নেতাকর্মী জেল হাজতে

রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলার পালিয়ে থাকা ১১ জামায়াত-শিবির নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে বিচারক তাদের জেল হাজতে প্রেরণ করেছেন।

আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোঃ আয়েজ উদ্দীনের আদালতে নাশকতা ও অগ্নিসংযোগে ক্ষতিসাধন মামলার পালিয়ে থাকা নবাবগঞ্জের ১১ জামায়াত-শিবির নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে।

বিচারক তাদের অপরাধের গুরুত্ব বিবেচনায় জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। বিকেলে আটক ১১ জনকে পুলিশ প্রহরায় জেল হাজতে প্রেরণ করা হয়। এরা হলো- তসলিম উদ্দীন (৪০), আব্দুর রাজ্জাক (৪২), শরিফ উদ্দীন (৪৫), হেলাল মিয়া (৩৫), জাফর আলী (৩৮), শহীদ ইসলাম (২৫), জয়নাল আবেদিন (৩০), ময়নুল (২৮), শিমুল আহমেদ (২৪), খাদেমুল (২৫) ও রায়হানুর রহমান (২৬)।

২০১৪ সালের ৫ জানুয়ারি নবাবগঞ্জ উপজেলার গোপালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অগ্নিসংযোগে ক্ষতিসাধন ও নাশকতার ঘটনা সৃষ্টি করে জনমনে আতঙ্ক এবং ভোট গ্রহণে বাধা সৃষ্টি করে। এই ঘটনায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার দাউদপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রউফ বাদী হয়ে নাশকতাকারীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে। পুলিশ তদন্ত করে ৫৭ জন বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র পেশ করে। মামলাটির বিচারকাজ জেলা ও দায়রা জজ আদালতে চলছে। আসামিরা শুরু থেকে পলাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.