রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় বুধবার দুইজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
কোতয়ালী থানা জানায়, বুধবার সকাল সোয়া ১১টায় সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের কিষানবাজার সড়কে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল চালক প্রদীপ কুমার রায় ঘটনাস্থলেই নিহত হন। প্রদীপ একই উপজেলার নুলাইবাড়ীর কানাইলালের পুত্র। ঘটনার পর ট্রাক্টরটি পালিয়ে যায়।
বুধবার বিকেল ৪টায় অপর ঘটনায় দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার উত্তর গোবিন্দপুরে বিআরটিসির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল চালক জিল্লুর রহমান। জিল্লুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের সুবড়াগ্রামের আব্দুর রহিমের পুত্র। এ সময় ওই মহাসড়কে একঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
কোতয়ালী থানায় দুটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য দুইজনের লাশ দিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিকেলে ময়নাতদন্ত শেষে প্রদীপের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়।