দুর্নীতিবিরোধী সচেতনতা বাড়াতে শেরপুরে শিক্ষার্থীদের মাঝে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

হাকিম বাবুল, শেরপুর: সমাজের সকলস্তরে দুর্নীতিবিরোধী জনসচেতনতা গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে শেরপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার নালিতাবাড়ীতে কাকরকান্দি ইউনিয়নের বর”য়াজানী হাসান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত ৬৪৫টি খাতা ও নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ১৪৬টি জ্যামিতি বক্স বিতরণ করা হয়েছে।

sherpur-pic-1-book-distribution
দুর্নীতিবিরোধী জনসচেতনতা গড়ে তুলতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে দুদক।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা টাংগাইল অফিসের সরবরাহ করা এসব শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের হাতে তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক এএম পারভেজ রহিম। এ সময় দুর্নীতি দমন কমিশনের টাঙ্গাইল সম্বলিত বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.