বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে খানজাহান আলী বিমান বন্দরের জন্য নতুন করে জমি অধিগ্রহণের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রামপালে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার সকালে খুলনা-মোংলা মহাসড়কে ফয়লাহাট বাসস্ট্যান্ড মোড়ে হোগলডাঙ্গা-গোবিন্দপুর বাস্তভিটা সংগ্রাম কমিটির উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচিতে কয়েক’শ নারী পুরুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, রামপালে খানজাহান আলী বিমান বন্দর নির্মাণের জন্য নতুন করে অধিগ্রহণ করা হোগলডাঙ্গা, গোবিন্দপুর ও দেবীপুর গোধারডাঙ্গাসহ এই এলাকার কয়েকশ বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি, মসজিদ, মন্দির, কবরস্থান উচ্ছেদ হবে। বাস্তভিটা হারা হবে শতশত মানুষ। পুনর্বাসনের বিকল্প কোন ব্যবস্থা না থাকায় এই এলাকার সাধারণ মানুষ প্রতিনিয়ত আতংকের মধ্য রয়েছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আলী আকবর সম্রাট, এড. শেখ মহিউদ্দিন, রণজিৎ দেবনথ, ইকবাল হোসেন বিপ¬ব, নূর আলম শেখ, এম.এ সবুর রানা, মলিক ওলিউল্লাহ, মোদাচ্ছের আলী, মানছুর আলী শেখ, হাওলাদার কামরুজ্জামান মঞ্জু, দেলোয়ার হোসেন, মলিক মোয়াজ্জেম হোসেন, রেজাউল করিম, নাশির উদ্দিন, মাষ্টার মমিন উদ্দিন, মলিক সিরাজুল ইসলাম প্রমুখ।