আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): জেএসসি পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে টাঙ্গাইলের মধুপুরে এক শিক্ষককে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও পরীক্ষার দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার দুপুরে মধুপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ্ সাদিয়া তাসনিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত শিক্ষক ইয়াকুব আলী মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক। মধুপুরের ইউএনও রমেন্দ্র নাথ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউএনও জানান, তিনি সহকারি কমিশনার (ভূমি) ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে বুধবার চলতি জেএসসি’র বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা চলাকালে রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সারাহ্ সাদিয়া তাসনিন অসদুপায় অবলম্বনের সময় ওই শিক্ষককে আটক করেন। দুপুরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শিক্ষক ইয়াকুব আলীকে দুই হাজার টাকা জরিমানা প্রদান ও বহিস্কার করেন।