রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেলে কেক কেটে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুজিব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগ সভাপতি প্রভাষক অলোক কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস শহীদ, আওয়ামী লীগ নেতা শাহ মোহাম্মদ কাইয়ুম, অ্যাডভোকেট আব্দুল আউয়াল, যুবলীগের সাধারণ সম্পাদক নাসির তালুকদার, রেজাউল কবীর স্বপন, ছাত্রলীগের সভাপতি মৃদুল আহম্মেদ সুমন প্রমুখ।