পিরোজপুর (কাউখালী) প্রতিনিধি: সম্মিলিত পেশাজীবী পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার এ.কে.এম রেজাউল করিমের পিতা ও মোসলেম আলী খান ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্জ কে. এম. আবদুল করিম খান (৭০) শুক্রবার (১১নভেম্বর) রাত সাড়ে ৮টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার সূত্র জানায়, সন্ধ্যায় কাউখালীর আমরাজুড়ি নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কাউখালীর বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।