অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শুক্রবার যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে নাচোল খুরশেদ মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নাচোল উপজেলা যুবলীগের সভাপতি ও নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান। এ সময় যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ব্রজেন্দ্র নাথ মাহাতো, জেলা যুবলীগের সদস্য কে.এম. জোহা পলাশ, প্রচার সম্পাদক সাইদুর রহমান, পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইকবাল ডেভিড, নাচোল উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক রয়েল বিশ্বাস, সইবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দলের সব অন্তর্দ্বন্দ্ব ভুলে এখন সবাইকে একাট্টা হতে হবে, যাতে কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। যুবলীগের সুনাম তথা ঐতিহ্য ধরে রাখতে সব নেতাকর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।