রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে শনিবার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী পালিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়িকে আটক করেছে পুলিশ।
কোতয়ালী থানার এসআই রাজিব জানান, শনিবার সকাল ১১টায় দিনাজপুরের উপশহর ৬নং ব্লকের মুদি ব্যবসায়ী রেজাউল করিম পারিবারিক কলহের কারণে তার স্ত্রী সাহিদা বেগমকে (৩২) শ্বাসরুদ্ধ করে হত্যা করে। ঘটনার পর লাশ রেখে স্বামী পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত সাহিদার সাথে চার বছর আগে রেজাউলের বিয়ে হয়। এক কন্যা সন্তানের মা সাহিদা সদর উপজেলার হরিহরপুর গ্রামের মৃত আব্দুস সালামের কন্যা।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়ি নুর জাহান বেগমকে আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই রাজিব জানান।