জাহিবা হোসাইন, মোংলা: ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ভারতের জলসীমায় চলে যাওয়া ট্রলারসহ ১৬ বাংলাদেশি জেলেকে সোমবার দেশে ফেরত পাঠিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
ভারতের কোস্ট গার্ড ওই ট্রলার ও জেলেদের উদ্ধার করে বাংলাদেশের কোস্ট গার্ডের পশ্চিম জোন (মোংলা) সদর দপ্তরের কাছে হস্তান্তর করেছে। গত ১৩ নভেম্বর ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ভারতের জলসীমায় চলে যায়।
মোংলা কোস্ট গার্ড জানিয়েছে, এফবি তামান্না নামের ট্রলার ও ১৬ জেলেকে দুপুরে মংলা কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতের কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ট্রলার ও জেলেরা মংলার হিরণ পয়েন্টে কোস্ট গার্ডের জাহাজ সিজিএস তামজিদে রয়েছে। তাদের কোস্ট গার্ডের সহায়তায় নিজ নিজ এলাকায় ফেরত পাঠানো হবে।