বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সু-শাসন ও জনকল্যাণে আধুনিক টেকসই উন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনে ‘বেতাগা দিবস’ পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার মো: আব্দুস সামাদ।
ইউপি চেয়ারম্যান স্বপন দাশের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, স্যোসাল ইসলামী ব্যাংকের পরিচালক শিল্পপতি আব্দুল জব্বার মোলা, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী প্রমুখ। ফুটবল মাঠে দিনব্যাপী কন্যা বর্তিকা কর্মসূচির মধ্যে ছিল, র্যালি, আলোচনা সভা, মেলা, বৃত্তি ও সন্মাননা প্রদান, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, একাডেমিক ভবনের উদ্ভোধন, পুরস্কার বিতরণ ইত্যাদি।