জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর এলাকায় মঙ্গলবার বিকালে ট্রাক ও রুপসা বাসের মুখোমুখি সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে পাবনার মায়া রানী দাস, আবির, নাছরিন বেগম, কুষ্টিয়ার দৌলতপুরের মহিউদ্দীন, কুষ্টিয়ার মদনপুরের মকছেদুর রহমান, শিউলী খাতুন, হাবিবা খাতুন, শরিফুল ইসলাম এবং কুষ্টিয়ার দিলু বিশ্বাস ও রফিকুল ইসলামকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা শৈলকুপাসহ ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছেন।
শৈলকুপা দমকল বাহিনীর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, শৈলকুপার দুধসর নামক স্থানে একটি ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে ঝিনাইদহসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।